বাবা হলেন জনপ্রিয় গায়ক সন্দীপন। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আজ মঙ্গলবার, তার স্ত্রী চামেলি বসু নবাজাতকের জন্ম দেন।
পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চামেলি বসু। সন্দীপন উচ্ছ্বাস ভরা কণ্ঠে জানালেন, তার স্ত্রী ও পুত্র দু’জনই বেশ সুস্থ আছেন।
বাবা হওয়ার আনন্দ প্রকাশ করতে গিয়ে সন্দীপন আরো বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতি। বলে বুঝাতে পারব না। আসলে বাবা হওয়ার মধ্য দিয়েই তো একজন পুরুষের পূর্ণতা আসে। নিজেকে খুব সুখী সুখী লাগছে।’
জানালেন, সন্তানের নাম বাছাই চলছে। আত্মীয়দের অনেকেই নাম রাখছেন। তবে কোনোটাই চূড়ান্ত হয়নি। যে যাই রাখুন, তিনি নিজেও পুত্রের জন্য নাম রাখবেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বর মাসে মাগুরার মেয়ে চামেলী বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী সন্দীপন।
সানবিডি/ঢাকা/আহো