ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
এতে বলা হয়, 'সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।'
প্রজ্ঞাপনে আরও বলা হয়, 'এ উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।'
প্রসঙ্গত, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
এম জি