এলএমইতে কমেছে তামার বাজারদর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-১০ ০৯:২৩:৫০


বৈশ্বিক বাজারে তামার দামে ফের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তাকেই এর প্রধান কারণ বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে তামার বাজারদর দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৯০৬ ডলার। গত সোমবার ধাতুটির দাম কমে চার সপ্তাহের সর্বনিম্নে নেমেছিল। মঙ্গলবার কিছুটা বাড়লেও বুধবার আবারো কমেছে।

বিশ্লেষকরা বলছেন, বাজারে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অর্থনীতি মন্দার দিকে এগোচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতি আরো সংকোচনমুখী করবে নাকি সুদহার বৃদ্ধির গতি শ্লথ করবে—এসব বিষয় নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এদিকে এলএমইতে মজুদ বেড়ে যাওয়ায় কমেছে অ্যালুমিনিয়ামের দামও। তিন মাস সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হচ্ছে ২ হাজার ৪৮৬ ডলার ৫০ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম। সম্প্রতি এলএমইর তালিকাভুক্ত গুদামগুলোয় ধাতুটির মজুদ ২৭ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৭৫০ টনে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

এনজে