গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহাদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের সদস্যপদ প্রার্থী স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতের নাম আক্তার হোসেন খন্দকার (৪৫)। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচনে সদস্য পদ প্রার্থী এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নির্বাচন অনুষ্ঠানের তিন দিন আগে মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার বনকড়া আমুনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২৩ এপ্রিল এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিহতের ভাতিজা লতিফ খন্দকার জানান,মঙ্গলবার রাতে নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে পার্শ্ববর্তী গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামে তার এক আত্মীয়ের জানাজার নামাজ পড়তে যান আক্তার হোসেন। সেখানে রাত সাড়ে নয়টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে তিনি ও তার চাচাতো ভাই জমির খন্দকার মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বনকড়া আমুনা এলাকায় রাস্তা খারাপ থাকার কারণে জামির মোটর সাইকেল থেকে নেমে অগ্রসর হন এবং আক্তার হোসেন গতি কমিয়ে মোটর সাইকেলে করে অগ্রসর হচ্ছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত আক্তার হোসেনকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
সানবিডি/ঢাকা/জে/এসএস