চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোড়া গ্রামের চন্নতলা মাঠ থেকে পুলিশ সোহানুর রহমান সোহান (১৮) নামে এক কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।
বুধবার সকাল নয়টায় সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সোহান ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মহসীন আলীর ছেলে এবং স্থানীয় শহীদ নুর হোসেন কলেজের প্রথমবর্ষের ছাত্র।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে গিয়েছেন।
নিহতের আত্মীয় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীননগর গ্রামের ফারুক হোসেন জানান, সোহান গত ১০/১২ দিন আগে নিখোঁজ হয়। এরপর আজ সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ শনাক্ত করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) পিয়ার উদ্দিন জানান, তিতুদহ পুলিশ ফাঁড়ির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সান িবিডি/ঢাকা/বিএম/এসএস