ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ০৪ লাখ ২৮ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২৭ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ কোটি ০২ লাখ ২৪ হাজার ২৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ২৮৭ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের ৭৫ লাখ ০৮ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ০৮ লাখ ৪৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১৫৭ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৪১ কোটি ১৫ লাখ ৬৬ হাজার টাকার,, সী পার্লের ১১৬ কোটি ৩০ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাওজিংয়ের ১০১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৯৯ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৮৯ কোটি ৬৭ লাখ ২৪ হাজার টাকার এবং বসুন্ধরা পেপার মিলসের ৮৭ কোটি ১১ লাখ ৬৩ হাজার টাকার।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস