পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (৫৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজির হোসেন চাটমোহর পৌর শহরের ছোট শালিখা মহল্লার মৃত ফয়েজ প্রামাণিকের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির ছিলেন। তিনি বোবা-বধির ছিলেন।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক জানান, নাজির সকালে কাজের জন্য বেজপাড়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বেজপাড়া গ্রামে পৌঁছে সে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর এক্সপ্রেস বনলতা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারমৃত্যু হয়। সকালে প্রচণ্ড কুয়াশা থাকায় ট্রেনের গতি সে বুঝতে না পেরে এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। এ ছাড়া সে কথা বলতে পারতো না, কানে শুনতো না।
চাটমোহর রেল স্টেশনের মাস্টার মাসুম আলি খান বলেন, ঘটনাটি লোক মুখে জানার পরে ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছিলাম। নিহতের পরিবার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ায় আমরা জিআরপিকে ম্যাসেজ দিতে পারিনি।
এম জি