তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে আগ্রহ নেই বিএনপির। তাদের সব আগ্রহ খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আগ্রহ না থাকায় রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে বিরুপ মন্তব্য করেছে বিএনপি। পদযাত্রার নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথের দল হিসেবে মাঠে থাকবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু বিবেচনা করে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাকে মনোনয়ন দিয়েছেন।
এম জি