সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির মোট ৪৫ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকার। দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকার এবং তৃতীয় স্থানে স্কয়ার ফার্মার ৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৯৭ লাখ ৬২ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৭০ লাখ ২৮ হাজার, ঢাকা ইন্সুরেন্সের ১ কোটি ৬৮ লাখ ১ হাজার, ফরচুনের ১ কোটি ৪৩ লাখ ৮০ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৩৭ লাখ ১ হাজার, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১ কোটি ২৩ লাখ ৮৫ হাজার, এবং রেনেটা লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস