তুরস্ক ভূমিকম্পে ধসে যাওয়া ভবনগুলোর নির্মাণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১১৩টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া ঠিকাদারসহ ইতোমধ্যে ১২ ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। এদিকে, বিক্ষোভের কারণে তুরস্কের দক্ষিণাঞ্চলের কিছু জায়গায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে।
গত সোমবারের স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২৮ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে তুরস্কে হাজার হাজার ভবন ধসে যায়। এতে প্রশ্ন উঠে, সরকারের ওই ব্যর্থতা কি প্রাকৃতিক এই দুর্যোগকে আরও বাড়িয়ে তুলেছে?
এম জি