বাবা হতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটসম্যান ক্রিস গেইল। এ উপলক্ষ্যে বান্ধবী নাতাশা বেরিজকে সময় দিতে তিনি ভারত ছেড়ে জ্যামাইকা উড়ে গেছেন। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ও ২২ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে তাকে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ মুহূর্তে গেইল ও নাতাশা দম্পতি নবজাতকের অপেক্ষায় প্রহর গুনছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘণিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ১৭ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের পরই গেইল নিজ দেশে উড়ে গেছেন। আমরা তা প্রত্যাশা করিনি। তিনি একটি কল পান এবং তারপরই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।
গেইল নিজেও সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন। অনেকে ভেবেছিলেন, স্রেফ মজা করতেই এরকম স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে গেইল লিখেছেন, বেবি, আমি বাড়ির পথে।
সূত্র জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই বিধ্বংসী ব্যাটসম্যান আগামী ২৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যোগ দেবেন।
আইপিএলের এই মৌসুমে মোটেই সুবিধা করে উঠতে পারেননি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। দুই ম্যাচে তার রান ১। এর মধ্যে এক ম্যাচে ০ ও আরেক ম্যাচে করেছেন ১। তবে তার পারফরম্যান্স নিয়ে মোটেই চিন্তিত নন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
সানবিডি/ঢাকা/এসএস