ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মনোনয়ন বাছাইয়ের সময় আওয়ামী লীগের প্রতিনিধি দলও উপস্থিত ছিলে।
সিইসি বলেন, ‘গতকাল মনোনয়ন দাখিলের দিন একই ব্যক্তির নামে দুটি মনোনয়ন দাখিল হয়। আর সেখান থেকে একটি ফরম বৈধ হওয়ায় অন্যটি যাচাই-বাছাইয়ের আর প্রয়োজন ছিল না। সে জন্য আইন অনুযায়ী মোহাম্মদ সাহাবুদ্দিন, পিতা মরহুম শরফুদ্দিন আনসারীকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করছি।’
আর বাছাইকালে যে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সে দলের প্রতিনিধিও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে আজকেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান সিইসি।
এম জি