কায়রোতে আরব লীগের এক বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, চলতি সপ্তাহেই জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার আবেদন করবে ফিলিস্তিন। বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের একটি অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনবাসীর মর্যাদা ও অধিকার আদায়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাবো।
আব্বাস বলেন, জেরুজালেমকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। তিনি আরও বলেন, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান দাবি করবে।
কায়রোতে রবিবারের (১২ ফেব্রুয়ারি) বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়। এতে ‘ইসরায়েলের পদ্ধতিগত নীতির’ নিন্দা করা হয়। ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিটিতে।
এএ