নীলফামারীতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে
আপডেট: ২০১৬-০৬-২০ ১০:৫৭:০৭
নীলফামারী জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। রোববার সকাল হতে জেলা শহরে মিছিল মিটিং ও মানববন্ধন করছে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
এ ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে জেলার ৫টি সড়ক পরিবহন মালিক সমিতি ও ২টি শ্রমিক ঐক্য পরিষদ। এ ধর্মঘটে অনেকটাই অচল হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। নানা দুর্ভোগে পড়েছে জেলার কর্মজীবি মানুষরা। পরিবহন সংকটের কারণে নিরুপায় যাত্রীরা অনেক বেশী ভাড়ায় বেশী সময় নিয়ে ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানে পাড়ি জমাচ্ছেন নিজ নিজ গন্তব্য। এর ফলে বেশী দুর্ভোগে পড়েছে অফিসগামীরা।
রোববার ধর্মঘটের পর ব্যবস্থা নেয়া না হলে পরবর্তীতে লাগাতার ধর্মঘটসহ আরো কঠিন কর্মসুচীর ঘোষণা দেয় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। জেলার সব সড়ক থেকে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ইজিবাইক ও পাগলু চলাচল বন্ধের দাবি ও সম্প্রতি দুই চালককে নির্যাতন করে মামলা দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল জানান, সম্প্রতি ডিমলা উপজেলায় উল্লাস পরিবহনের চালককে ডিমলা এলাকায় নির্যাতন এবং ঠাকুরগাঁওয়ে মেহেরুন পরিবহনের চালককে নির্যাতন করে তার নামে মামলা দেয়া হয়।
এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে জাতীয়ভাবে বন্ধকৃত দীর্ঘদিন ধরে পাগলুসহ শ্যালো ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ ব্যাপারে জেলা প্রশাসক একাধিকবার তা বন্ধের আশ্বাস দিলেও এখনো তা বন্ধ হয়নি। আজকের ধর্মঘটের পর ব্যবস্থা নেয়া না হলে পরবর্তীতে লাগাতার ধর্মঘটসহ আরো কঠিন কর্মসূচি দেয়া হবে বলে জানান ইউনিয়ন সভাপতি বাদল।