যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরতলির রাজারহাটে যশোর-৪৯ ও খুলনা-২১ বিজিবি এ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে। রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের অভিমুখে আসছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।
আই এইচ