সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৪০ বারে ৫ লাখ ৫৫ হাজার ৩৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৫১০ বারে ৩০ লাখ ৯৪ হাজার ৭০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৬০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২০৮ বারে ৭৪ হাজার ৩৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫.৫৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.৪১ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ৫.০৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭৬ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৩২ শতাংশ, ফাইন ফুডসের ৩.৭৬ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রির ৩.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস