সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৩০ শতাংশ কমেছে। ফান্ডটি ১৯৯ বারে ২ লাখ ১৩ হাজার ৭৮৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৮৩৪ বারে ৩ লাখ ২১ হাজার ১৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২২ বারে ৫০ হাজার ৮৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রগতি ইন্স্যুরেন্সের ৪.৪৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, এনসিসিবিএল ফান্ড ওয়ানের ২.৭৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২.৭৬ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৬৯ শতাংশ, ই-জেনারেশনের ২.৫৩ শতাংশ এবং জেমিনি সি ফুডের ২.৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস