হিলিতে কেজিতে পাঁচ টাকা কমেছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৬ ০৯:৫৪:৫১
দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদিন আগে যেসব পেঁয়াজ প্রতি কেজি ২২-২৬ টাকা দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা কমে হয়েছে ১৭-২২ টাকা। দাম কমায় স্বস্তি পেয়েছে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারদের মাঝে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে সাড়ে ১৭-১৮ টাকা কেজি দরে, যা দুদিন আগে ছিল ২২-২৩ টাকা। আর নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৩ টাকা কেজি দরে, যা দুদিন আগে ছিল ২৫-২৬ টাকা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আগের চেয়ে কিছুটা বেড়েছে। আগে বন্দর দিয়ে প্রতিদিন তিন-পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ৮-১০ ট্রাক আমদানি হচ্ছে।’
প্রসঙ্গত, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে হিলি স্থলবন্দর দিয়ে ৮৪ হাজার ৫৩৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময় আমদানি হয়েছে ৭৪ হাজার ৩০৬ টন। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১০ হাজার ২৩২ টন।
এনজে