পাইপলাইন মেরামত কাজের জন্য কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধবদী (নরসিংদী) পৌরসভা, বিরামপুর কালীবাড়ি রোডসহ নুরালাপুর ইউনিয়ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে তিতাস।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
এম জি