তাজিকিস্তানে বরফধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। বিবৃতি অনুসারে, খোরুগ শহরে বরফের চাপায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। সেখানেই নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। এ ঘটনায় বেশকিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, ভাঞ্জ শহরেও একইরকম প্রাকৃতিক দুর্যোগে ২ জনের মৃত্যু হয়েছে। হাইয়েতে গাড়ি চালানোর সময় হঠাৎ ভেঙে পড়ে ভারি বরফের টুকরো। বরফের নিচে চাপা পড়েন আরোহীরা। জানা গেছে, এ মূহুর্তে দেশটির ৯৩ শতাংশ এলাকাই বরফের পর্বতে ঘেরা।
এম জি