পহেলা মার্চ থেকে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার। প্রতি মাসে ১ বার ৩০ কেজি করে চাল নেয়া যাবে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানান এমনটি জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র।
তিনি আরও বলেন, মার্চ, এপ্রিল ও মে মাস চলবে খাদ্যবান্ধব এই কর্মসূচি। আর ওএমএসে ২৪ টাকা কেজি দরে আটা এবং ৩০ টাকা কেজিতে চাল পাবে ১ কোটি পরিবার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ দেশে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। মন্ত্রী বলেন, রমজান মাসে চালের জন্য কেউ কষ্ট পাবে না। পাশাপাশি বেসরকারি আমদানিটা আমাদের খোলা রয়েছে। তবে কম আসছে। আমাদের দেশেও প্রচুর চালের মজুত আছে। এছাড়া, পৌরসভা ও জেলা-উপজেলায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচি চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এ বছর সর্ববৃহৎ বিতরণ কার্যক্রম চলছে। প্রায় ২ হাজার ৫০০ ডিলারের মাধ্যমে চাল ও আটা বিতরণ চলছে।
আই এইচ