বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাস্তববাদী পররাষ্ট্রনীতি এবং লেজুড়বৃত্তি না করার কারণে বিশ্বে উন্নয়নশীল বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মিরাকল কান্ট্রি। শুধু আমেরিকা নয় সাউথ কোরিয়া, ভারতসহ অন্যান্য দেশও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করছেন জানিয়ে মন্ত্রী বলেন, সবাই বাংলাদেশের প্রশংসা করছেন। গতকাল আমেরিকান পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এম জি