আগামীতে হাসপাতালে রোগীদের উন্নতমানের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রংপুর নগরীর ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আরও সেবা বৃদ্ধির চেষ্টা চলছে। এই হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না। সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যারা বাধা দেবে, তাদের হাসপাতালে রাখা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এম জি