বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকা ও রাখার জন্য বিচার বিভাগ ও প্রশাসনের একটি অংশ কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে একটি আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
আমীর খসরু বলেন, দেশের আইনের শাসন মানে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রাখা। দেশে নির্বাচন ব্যবস্থা নেই বলেই বাংলাদেশ প্রশ্নের মুখে পড়ছে। গণতন্ত্র এখন আর কেবল বাংলাদেশের অভ্যন্তরের বিষয় নয়। সরকার জাতিসংঘ সনদসহ বিভিন্ন সনদে স্বাক্ষর করলেও সবকিছু উপেক্ষা করে গণতন্ত্র ও মানবাধিকার হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এম জি