‘প্রটেস্টিং টেরোরিজোম সিকউরিং সিভিল রাইটস’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে এ সম্মেলনের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করেছে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এ্যাসোসিয়েশন (আরইউমুনা)।
আরইউমুনার সভাপতি আরাফাত হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান, আরইউমুনার উপদেষ্টা অধ্যাপক শাহ্ আজম শান্তনু, সম্মেলনের আন্ডার সেক্রেটারি আশিবুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে জাতিসংঘের চার কমিটির রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চার দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬ জনকে পুরষ্কৃত করা হবে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো