ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৩) ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বিপিএলে ভালো করা তৌহিদ হৃদয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। ১৩ ম্যাচে ১২ ইনিংসে ৪০৩ রানে মৌসুম শেষ করেছেন ডানহাতি ব্যাটসম্যান।
১৪ সদস্যের বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
এএ