চলতি বছরের মার্চে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা এক মাস পেছানো হতে পারে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আমরা চেষ্টা করছিলাম আগামী মার্চের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার। কিন্তু এই সময়ের মধ্যে প্রেস থেকে পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করতে না পারায় সেটি সম্ভব হবে না। প্রেস থেকে কবে প্রশ্নপত্র দিতে পারবে, সেটি জানার পর একটি বৈঠক করে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।
জানা গেছে, আগামী মার্চের প্রথম দিকে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকেই পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ৪৫তম বিসিএসে ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেছেন। এবার মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও এক হাজার ২২ জনকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এএ