মেক্সিকোতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪
প্রকাশ: ২০১৬-০৪-২২ ১৬:০০:৩০

মেক্সিকোতে প্রেট্রোকেমিক্যাল প্ল্যান্ট বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেমেক্সের কারখানায় গত বুধবার ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ওই দুর্ঘটনায় ১৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার পেমেক্স এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বুধবার ভেরাক্রুজ প্রদেশে পেমেক্সের তিনটি প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় ১শ ৩৬ জন আহত হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













