পাকিস্তানে স্বর্ণের দামে ব্যাপক দরপতন

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০২-১৮ ২০:০০:৫৬


পাকিস্তানে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। দেশটির ব্যবসায়ীরা এই তথ্য নিশ্চিত করেছেন। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির বাজারে স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৮০০ পাকিস্তানি রুপি। প্রতি তোলা বিক্রি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ২০০ রুপিতে।

অন্যদিকে, প্রতি ১০ গ্রাম স্বর্ণের দর হ্রাস পেয়েছে ২ হাজার ৪০০ পাকিস্তানি রুপি। স্থানীয় মার্কেটে তা বিক্রি হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৩৮ রুপিতে।

মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কমায় দেশটিতে মূল্যবান ধাতুটির দাম ব্যাপক নিম্নমুখী হয়েছে। বিশ্ববাজারে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক প্রতি আউন্স স্বণের দর স্থির হয়েছে ১৮২৪ ডলারে।

একইদিনে পাকিস্তানে রুপার দামও কমেছে। উজ্জ্বল ধাতুটির প্রতি তোলার দর নিষ্পত্তি হয়েছে ২১০০ রুপিতে। অপরদিকে, প্রতি ১০ গ্রাম রুপার মূল্য স্থির হয়েছে ১৮০০ দশমিক ৪১ পাকিস্তানি রুপিতে।

এর আগে পাকিস্তানে স্বর্ণের দাম উঠেছিল সর্বকালের সর্বোচ্চে। রুপারও দর চড়েছিল আকাশে। অবশেষে সেই জায়গা থেকে নামতে শুরু করেছে গুরুত্বপূর্ণ ধাতুগুলোর দাম।

এএ