চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভুট্টা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ছয় হাজার টন কমেছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে সরবরাহ সংকটের কারণে শস্যটির আমদানি নিম্নমুখী।
অন্যদিকে আমদানি কমে যাওয়ার ফলে দেশীয় বাজারে ভুট্টার দাম বেড়েছে। এক-দেড় মাসের ব্যবধানে পণ্যটি মণপ্রতি ২০০-২২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি হয়েছে ৩০ হাজার ২৯২ টন। যার আমদানি মূল্য ১০৪ কোটি ৪৬ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে আমদানি হয়েছিল ৩৬ হাজার ৭০৫ টন। যার আমদানি মূল্য ৯৯ কোটি ৯১ লাখ টাকা। সে হিসেবে পণ্যটির আমদানি কমেছে ৬ হাজার ৪১৩ টন। এটি আমদানির মাধ্যমে সরকারের কোনো রাজস্ব আয় হয় না। ফলে নিম্নমুখী আমদানি রাজস্ব আদায়ে কোনো রকম প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন বন্দরসংশ্লিষ্টরা।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, ‘ভুট্টা আমদানি থেকে সরকারের কোনো রাজস্ব আয় হয় না। চলতি অর্থবছর পণ্যটির আমদানি কিছুটা কমেছে।’
এনজে