ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় শামীম হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চাঁদপুর গ্রামের তার বাড়ির পাশের পান বরজ থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। শামীম হোসেন ওই গ্রামের মৃত কদর বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের পানের বরজে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শামিম হোসেনের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে তা ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, শামিম হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো