টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিংয়ের পর বোলিংটাও করলো ইংলিশরা। ইংল্যান্ডের দুই প্রবীন পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপেই মূলত পুড়েছে কিউইরা। দু’জনই সমান ভাগ করে নিয়েছেন ৮টি উইকেট। বাকি দুই উইকেট নেন ওলি রবিনসন এবং জ্যাক লিচ।
ইংলিশ বোলারদের তোপের মুখে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সে সঙ্গে মাউন্ট মঙ্গানুই টেস্টে ইংল্যান্ডের কাছে চতুর্থদিন সকালেই ২৬৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে নিতে বাধ্য হতে হয়েছে তাদেরকে।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য ছিলো ৩৯৪ রান। জবাব দিতে নেমে ড্যারিল মিচেলের ৫৭ রান সত্ত্বেও ৪৫.৩ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে গেলো ইংলিশরা।
টম ল্যাথাম ১৫ রান করে আউট হন। ডেভন কনওয়ে আউট হন মাত্র ২ রান করে। কেনে উইলিয়ামস কোনো রানই করতে পারেননি। শূন্য রানে আউট হন তিনি। হেনরি নিকোলস আউট হন ৭ রান করে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা টম ব্লান্ডেল ১ রান করে আউট হয়ে যান।
মিচেল বেসওয়েল করেন ২৫ রান। স্কট কুগেলিন ২ রান করে বিদায় নেন। অধিনায়ক টিম সাউদি কোনো রানই করতে পারেননি। নেইল ওয়াগনার আউট হন ৯ রান করে এবং ৮ রান করেন ব্লেয়ার টিকনার।
পুরো টেস্ট ম্যাচটাই টি-টোয়েন্টি স্টাইলে খেলেছে ইংল্যান্ড। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৮.২ ওভার খেলে ৯ উইকেটে ৩২৫ রানে ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
জবাব দিতে নেমে টম ব্লান্ডেলের ১৩৮ রান সত্ত্বেও ৮২.৫ ওভারে ৩০৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। এবার ৫.০৬ করে ৭৩.৫ ওভারে এই রান তোলে ইংলিশরা। জো রুট ৫৭, হ্যারি ব্রুক ৫৪, বেন ফোকস ৫১ এবং ওলি পোপ ৪৯ রান করেন।
৩৯৪ রানের লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে। জবাব দিতে নেমে তারা অলআউট হলো ১২৬ রানে। ইংল্যান্ডের জয় ২৬৭ রানে।
আই এইচ