নার্সদের সেবার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-১৯ ১৬:৪১:২০

জেলা-উপজেলার নার্সদের সেবার মান সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের সেবায় নার্সদের আরও সতর্ক হতে হবে। বাড়াতে হবে সেবার মান।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ডাক্তার ও নার্সদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হওয়া জরুরি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। চিকিৎসা সেবায় নিয়োজিতরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে সব সমস্যা ধীরে ধীরে সমাধান হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













