বেড়েছে আকরিক লোহার দাম

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০২-১৯ ১৭:৫৫:৩৮


আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার সরবরাহ মূল্য বেড়েছে। এ নিয়ে গোটা সপ্তাহ ধরে শক্ত ধাতুটির দাম বাড়লো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। আগামী মাসে দেশটিতে বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশন বসবে। আশা করা হচ্ছে, সেখানে অর্থনীতি পুনরুদ্ধারে আরও সহায়ক নীতি গ্রহণ করবেন নীতি-নির্ধারকরা। এতে লৌহ আকরিকের চাহিদা বাড়বে। ফলে ইতোমধ্যে দর ঊর্ধ্বমুখী হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৯০ ইউয়ান বা ১২৯ ডলার ৭৬ সেন্টে।

এ নিয়ে টানা ২ সপ্তাহ দালিয়ান বেঞ্চমার্কের মূল্য বৃদ্ধি পেলো। আর সবমিলিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যার দর ঊর্ধ্বমুখী হয়েছে ৩ শতাংশ।

একইদিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের সবচেয়ে সক্রিয় আকরিক লোহার আগামী মার্চ মাসের চুক্তি মূল্য বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১২৬ ডলার ৪০ সেন্টে। গত ২ ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ।

গত বছরের শেষদিকে করোনা বিধিনিষেধ তুলে নেয় চীন। সেই সঙ্গে ধুঁকতে থাকা সম্পত্তি খাতে সহায়তার আশ্বাস দেয় দেশটির সরকার। এতে সেখানে নতুন বাড়ির দাম বেড়েছে। ফলে লৌহ আকরিকের দরও বৃদ্ধি পেয়েছে।

এএ