সিরিয়ার প্রতি আরব বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজকুমার ফয়সাল বিন ফারহান আল সৌদ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা ফোরামে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আরব বিশ্ব থেকে সিরিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা কোনো কাজে আসছে না। আমাদের বরং দামেস্কের সঙ্গে আলোচনার চেষ্টা করা উচিত। বিশেষ করে মানবাধিকার ইস্যু ও শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার মতো বিষয়গুলোতে।
সিরিয়ায় একযুগ ধরে চলা গৃহযুদ্ধে সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশ বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সমর্থন করছে। বর্তমানে এ দৃষ্ঠিভঙ্গি পাল্টানোর ইঙ্গিত দেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে আমাদের দামেস্কের সরকারের সঙ্গে এমনভাবে আলোচনা করা উচিত যাতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো অর্জন করা যায়। বিশেষ করে মানবিক কারণ ও শরণার্থীদের প্রত্যাবর্তন ইত্যাদি।
এম জি