বিশ্বায়নের এই যুগে দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু তার সঙ্গে বৈষম্যও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) আয়োজিত মহামতি লেনিনের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, আগে আমরা দেখেছি এদেশের অর্থনৈতিক অবস্থা কেমন ছিলো আর বর্তমানে তা কেমন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করছি যে উন্নয়নের সঙ্গে বৈষম্যও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও আমাদের অর্থমন্ত্রী প্রথম দিকে অস্বীকার করলেও এখন তিনি তা স্বীকার করেন।
মন্ত্রী বলেন, সাম্রাজ্যবাদের কারণে আমাদের দেশে শুধু মৌলবাদই নয় জঙ্গিবাদে রূপ নিয়েছে। আর সেটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে এই মৌলবাদে, জঙ্গিবাদে ভরে গেছে। এই (জঙ্গিবাদ) অবস্থার শেষ পরণতি কি? প্রশ্ন রাখেন তিনি।
আলোচনা সভায় অংশ নিয়ে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ লেনিনবাদী নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, দেশের আজকের এই সংকটময় পরিস্থিতিতে লেনিনের আদর্শকে কাজে লাগিয়ে মৌলবাদ, জঙ্গিবাদ ও সকল প্রকার বাজে প্রচারণাকে প্রতিহত করে আমাদের সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, ১৯৭২ সালের প্রণীত সংবিধানের অন্যতম বিষয় হলো এ দেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ও অসম্প্রদায়িক চেতনার বিকাশ। আর এই অবস্থাকে ফিরে পেতে হলে আমাদেরকে লেনিন নিয়ে বেশি বেশি চর্চা ও গবেষণা করতে হবে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, সংগঠনের সদস্য সাইফুল ইসলাম সেলিম প্রমুখ।
সানবিডি/ঢাকা/আইনাল/আহো