মুন্সীগঞ্জের সীমানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে মিনি ট্রাকের চাকা ঠিক করতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে জেলার গজারিয়া উপজেলার জামালদী এলাকার মেঘনা সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম শহিদুল ইসলাম (৪৫)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিতানা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। অন্যদিকে আহত হেলপারের নাম জাকির হোসেন (৫০)। তিনি একই জেলার আবদুল বারেক মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন ট্রাকচালক শহীদুল। পথে মহাসড়কের জামালদী এলাকায় মেঘনা সেতুর ঢালে ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ট্রাকটি থামিয়ে চাকা মেরামতের চেষ্টা করছিলেন তিনি এবং হেলপার জাকির হোসেন। এমন সময় ঢাকামুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শহিদুল ইসলাম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হেলপার জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম রাশেদুল ইসলাম জানান, ট্রাকচালকের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। তবে কাভার্ডভ্যানটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
আই এইচ