নেইমারকে ইঙ্গিত করে কিছু বলেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২০ ১৬:০৬:০০


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। প্রথম লেগের সেই ম্যাচে পরাজয়ের পর এমবাপ্পে যে মন্তব্য করেন সেটি নেইমারকে ইঙ্গিত করে নয় বলে জানান এই ফরাসি তারকা।

বায়ার্নের কাছে পরাজয়ের পর এমবাপ্পে বলেছিলেন, ফিরতি ম্যাচে আমাদের সবার সুস্থ থাকা জরুরি। সবাইকে ঠিকমতো খেতে এবং ঘুমাতে হবে। এটি খুবই জরুরি। এরপরই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ম্যাকডোনাল্ডসে ঘুরাঘুরি করতে এবং পোকার খেলে বেড়াতে দেখা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়তো নেইমারকে ইঙ্গিত করেই সেই কথাগুলো বলেছিলেন এমবাপ্পে।

লিগ ওয়ানের ম্যাচে লিলকে হারানোর পর রোববার (১৯ ফেব্রুয়ারি) এমবাপ্পে জানান, তার ঐ মন্তব্য নেইমারকে উদ্দেশ্য করে নয় বরং দলের সবার জন্য ছিল।

তিনি বলেন, আমার কথাগুলো দলের সবার জন্য ছিলো। আমি আবারও বলছি, এটা সবার জন্যই ছিলো। আমি দেখেছি নেইমারের দিকে আঙ্গুল তোলা হয়েছে, আমরা এখন এমন অবস্থায় নেই যে কেউ কারোর দিকে ইঙ্গিতপূর্ণ কথা বলব।

নেইমারের ইনজুরি নিয়েও কথা বলেন ফরাসি এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তিনি বলেন, নেইমারের চোট থেকে সেরে ওঠা জরুরি। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

আই এইচ