মার্কেন্টাইল ব্যাংকে ‘ফান্ডামেন্টালস অব শরীয়াহ বেজড ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ শীর্ষক তিনদিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন শাখার ৯৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও হাসনে আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি ইসলামিক ব্যাংকিং সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মার্কেন্টাইল ব্যাংক শরীয়াহ সুপারভাইজরী কমিটির সদস্য এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ মোঃ ওয়ালীউল্লাহ একটি সেশন পরিচালনা করেন। ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মিজানুর রহমান সরকার এবং ওই ডিভিশনের অন্যান্য কর্মকর্তাগণও সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
এএ