আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের ঠিকানা। তারা সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি কাজ করছে। তারা আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করছে।
মহান শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, একাত্তর ও একুশের চেতনা একই সূত্রে গাঁথা। যারা একুশের চেতনায় বিশ্বাসী নয়, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। আজ সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
'আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করছে'- বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে কাদের বলেন, আওয়ামী লীগ কখনও একদলীয় শাসন কায়েম করেনি। ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে (বাকশাল) নামে যে দল গঠন করা হয়েছিল, সেটা এক দল নয়। সেটা ছিল সব দলের সমন্বয়ে জাতীয় দল।
তিনি বলেন, বিএনপিকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে ওই দলে যোগ দিয়েছিলেন। যে দলে জিয়াউর রহমান দরখাস্ত দিয়ে যোগ দিয়েছিলেন, সেই দল নিয়ে কটাক্ষ করার অধিকার তাদের নেই।
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘের কাছে আবারও দাবি জানাব, বাংলাকে দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার জন্য। বাংলাকে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে।
এম জি