টানা তিনদিন বাড়তির দিকে থাকার পর মঙ্গলবার ফিউচারস মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের বাজারদরে পতনের কারণেই নিম্নমুখী হয়ে উঠেছে পণ্যটির দাম। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল মে মাসে সরবরাহের জন্য প্রতি টন পাম অয়েলের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ রিঙ্গিত বা ৯৩৪ ডলার ২১ সেন্ট। আগের কার্যদিবসের তুলনায় যা দশমিক ৬৭ শতাংশ কম। এর আগে টানা তিনদিন পণ্যটির দাম ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়েছিল।
মুম্বাইভিত্তিক ভোজ্যতেলের ব্রোকার সানবিন গ্রুপের গবেষণা প্রধান অনিল কুমার বাগানি বলেন, ‘শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম কমে যাওয়ায় মালয়েশিয়ান পাম অয়েলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। এছাড়া পণ্যটির ঊর্ধ্বমুখী মজুদও দাম কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।’
শিকাগো বোর্ড অব ট্রেডে গতকাল সয়াবিন তেলের দাম দশমিক ৪৯ শতাংশ কমেছে। এছাড়া ডালিয়ান ফিউচারসে দাম কমেছে দশমিক ১১ শতাংশ। সেখানে পাম অয়েলের দাম কমেছে দশমিক ৭ শতাংশ।
এদিকে সম্প্রতি বিশ্বের শীর্ষ দুই দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাম অয়েল উৎপাদন কমার আশঙ্কা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়া উৎপাদন কমার পেছনে প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। উৎপাদন কমলে পণ্যটির দাম বেড়ে টনপ্রতি ৪ হাজার ৩৪৩ রিঙ্গিত পর্যন্ত পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনজে