বাইরে থেকে দেখলে তাকে যত কঠিনই মনে হোক না কেন, আসলে তিনি বেশ নরম মনের মানুষ। সে কারণেই হয়তো শুটিং করতে করতে 'সুলতান'-এর সেটে কেঁদে ফেললেন সালমান খান। কিন্তু কেন কাঁদলেন সালমান?
না! কোনও অ্যাফেয়ার নয়, কোনও ভাবে শুটিংয়ে আঘাতও পাননি ভাইজান। তখন ছবির জন্যই 'জাগ ঘুমিয়া' নামে একটি ইমোশনাল গান রেকর্ড করছিলেন। আর তাতেই কেঁদে ফেলেন তিনি।
গানে এমন একজন মানুষের কথা বলা হয়েছে, যিনি গোটা পৃথিবী ঘুরে শান্তি খুঁজে বেড়ান। গানের শুটিংয়ে সালমান এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলেন, যে কোনও কথা না বলে শুধুই কেঁদেছেন।
এতে পরিচালকসহ ক্যামেরার পেছনে দাঁড়ানো গোটা ইউনিট স্তব্ধ হয়ে যান।
তবে প্রশ্ন একটাই— কার জন্য এমন আকুল হয়ে কাঁদছিলেন সালমান? কী তার দুঃখ? 'সুলতান'-এর সেটে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা