যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আকিমুল ইসলাম (৩৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি যশোর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) রাতে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিমুল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মোনসের আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সরকারি ডাক নিয়ে মঙ্গলবার বিকেলে শার্শা থানায় যান। সেখান থেকে ফেরার পথে পুলেরহাট কৃষ্ণবাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আই এইচ