বিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৩ ১০:৩২:৪৪
বিশ্ববাজারে ফের টানা তৃতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ফের চাহিদা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা জ্বালানিটির বাজারকে নিম্নমুখী করে তুলেছে। খবর রয়টার্স।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে জ্বালানি তেলের দাম আরো কমার আশঙ্কা রয়েছে।
বুধবার আইসিই ফিউচারসে এপ্রিলে সরবরাহের জন্য প্রতি ব্যারেল ব্রেন্ট (অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ) বিক্রি হয়েছে ৮১ ডলার ৯২ সেন্টে। আগের কার্যদিবসের তুলনায় দাম কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে একই মাসে সরবরাহের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (মার্কিন বাজার আদর্শ) দাম স্থির হয়েছে ৭৫ ডলার ১৮ সেন্ট। আগের দিনের চেয়ে দাম কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ বা ১ ডলার ১৮ সেন্ট।
সুদের হার নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে ফেডারেল রিজার্ভ। সুদের হার বাড়ানো হলে ডলারের দাম বাড়বে। এতে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে বিক্রি হওয়া জ্বালানি তেল আরো ব্যয়বহুল হয়ে পড়বে। ফলে এটির চাহিদা নিম্নমুখী হয়ে উঠবে।
এনজে