ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৩ ১২:৫৫:১৬
ইনজুরির কারণে টেস্ট সিরিজে খেলতে পারছেন না জস হ্যাজেলউড। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলেও রাখা হয়নি ডানহাতি এই ফাস্ট বোলারকে। তবে গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসন ফিরেছেন ওয়ানডে দলে।
চলতি বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। কাজে এই সিরিজ হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সকে অধিনায়ক করে ঘোষিত শক্তিশালী স্কোয়াডে ফিরেছেন তিন ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসন। তবে তারা ফিরলেও আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখে হ্যাজেলউডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত বছর নভেম্বরে এক দুর্ঘটনায় পা ভাঙেন ম্যাক্সওয়েল। গত সপ্তাহে ফিরেছেন ক্রিকেটে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার ক্রিকেটে নিজের দলের হয়ে করেন হাফসেঞ্চুরি। খেলছেন শেফিল্ড শিল্ডেও।
এদিকে গোড়ালির অস্ত্রোপচারের কারণে নভেম্বরের পর মাঠে ছিলেন না মিচেল মার্শও। আর গত বছর মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আন্তর্জাতিক ক্রিকেটে নামা হয়নি রিচার্ডসনের। এই তিনজনই ফিরেছেন ভারতের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘বিশ্বকাপ আর সাত মাস দূরে। তাই ভারতের বিরুদ্ধে এই সিরিজে আমাদের প্রস্তুতির দিকে একটি ধাপ। গ্লেন, মিচেল ও ঝাই—প্রত্যেকেই আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’
আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭, ১৯ ও ২২ মার্চ হবে এই তিন ম্যাচ।
অস্ট্রেলিয়া ওয়ানডে।
কিউই-অজি সিরিজের জন্য ভারতের দল ঘোষণা
ভারতের বিপক্ষে অজি দল
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জস ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
আই এইচ