রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন মামলা দায়ের করেছেন। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহাদত হোসেন জানান,শনিবার বিকেল ৪টর দিকে নিহত শিক্ষকের ছেলে সৌরভ হোসেন বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে রাবি প্রশাসনের সঙ্গে শিক্ষক হত্যাকান্ড এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সাংবাদিকদের বলেন, এ হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে পেছন দিক থেকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে যায়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলের ওপর এ হামলার ঘটনা ঘটে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো