অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রীসহ সাবেক সাব-রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।
মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন চৌধুরীর স্ত্রী মারজান বেগমকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, মারজান বেগম ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩৭টি ক্রয়-সংক্রান্ত, দানপত্র ও হেবা দলিলে স্থাবর ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার ৯৫৬ টাকার এবং অস্থাবর ৩ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৬০০ টাকার সম্পদের মালিক হন। স্থাবর-অস্থাবর মোট সম্পদ ১১ কোটি ৯০ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকার।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, মারজান বেগম আয়কর নথি খুলেছেন। এই নথিতে তাঁর সম্পদের উৎস হিসেবে গরুর খামার, মৎস্য চাষ ও অন্যান্য ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে। মারজান বেগমের নামে অর্জিত মোট সম্পদ থেকে খাতভিত্তিক আয়ের হিসাব বাদ দেওয়া হলে ৮ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৭৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।
মামলায় মোসারফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এম জি