এবার ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর জাকার্তা পোস্টের।
ইউরোপিয়ান মেডিটেরিয়ানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) দেয়া তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। তবে ইন্দোনেশিয়ায় গত রাতের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো জানা যায়নি।
৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৫১ হাজার মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে তাজিকিস্তান-চীনের সীমান্তবর্তী অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগের দিন নেপালের পশ্চিমাঞ্চলের সুদূর পশ্চিম প্রদেশের বাজুরা শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
এম জি