রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর বাবা আলামিন বলেন, আমার ছেলে খেলার জন্য বাসার বাইরে বের হয়। কিছুক্ষণ পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে বাসার পাশের ডোবার পানিতে তাকে ভেসে উঠে দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে কদমতলী জুরাইন বউবাজার হাসান সাহেবের বাড়িতে ভাড়া থাকি। আমাদের বাড়ি শরীয়তপুর জেলা জাজিরা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।
আই এইচ