প্রটেস্টিং টেরোরিজম সিকিউরিং সিভিল রাইটস প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস (আরইউমুনা) আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিকাল সাড়ে চার টায় সমাপনী পর্বটি অনুষ্ঠিত হয়।
আর্ন্তজাতিক এই ছায়া জাতিসংঘ সম্মেলনে দেশ বিদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০জন শিক্ষার্থী নির্ধারিত চারটি কমিটিতে যোগদান করেন। জাতিসংঘ সম্মেলনে একজন কূটনীতিবিদ নিজের দেশের যেভাবে প্রতিনিধিত্ব করেন তেমনি এই ছায়া সম্মেলনেও শিক্ষার্থীরা একটি দেশের প্রতিনিধিত্ব করেন। আর্ন্তজাতিক এই ছায়া সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনির্ভাসিটি, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস, ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি, এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনসসহ ১২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করে।
সম্মেলনের চতুর্থ দিনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৈাশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ। তিনি বলেন, এই ছায়া জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে মানুষের মাঝে সন্ত্রাসবাদ ও সিভিল রাইটস সর্ম্পকে সচেতনতা তৈরি হবে। পাশাপাশি এই সম্মেলনে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করছে তারা প্রত্যেকে এই সচেতনতাকে ব্যক্তিজীবনে কাজে লাগাতে পারবে। সম্মেলনের সমাপনী বক্তব্যে দেন আরইউমুনা’র সেক্রেটারী জেনারেল আরাফাত হাসান।
এদিকে সমাপনী অনুষ্ঠানে ছায়া সম্মেলনে কূটনৈতিক জ্ঞানের মূল্যায়ন হিসেবে অংশগ্রহণকৃত প্রতিনিধিদের মধ্য থেকে শ্রেষ্ঠ প্রতিনিধিদের ৪টি ক্যাটাগরিতে মোট ১৬জন প্রতিনিধিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় ও সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়। চার দিনব্যাপী এই সম্মেলনের শুরু হয় গত ২১ এপ্রিল বৃহস্পতিবার।
সানবিডি/ঢাকা/এসএস